রাজ্য

চাকুলিয়ার NRC বিরোধী সভায় কানহাইয়া কুমারের সরস বক্তৃতা। শুনুন ভিডিও

পাহাড় থেকে সাগর যাত্রার দ্বিতীয় দিনে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় এনআরসি বিরোধী সভায় যোগ দিলেন বাম ছাত্র নেতা কানহাইয়া কুমার।

Bengal Live রায়গঞ্জঃ এনআরসি বিরোধী সমাবেশে যোগ দিতে উত্তর দিনাজপুর জেলায় এলেন কানহাইয়া কুমার। পাহাড় থেকে সাগর যাত্রার দ্বিতীয় দিনে চাকুলিয়ার সভায় বক্তব্য রাখলেন তরুণ ছাত্র নেতা। এদিন কানহাইয়া কুমারের সাথে ছিলেন চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রমজ। শুক্রবার শিলিগুড়ি থেকে এই যাত্রা শুরু হয়। বাঘাযতীন ক্লাবের হল ঘরে এই সমাবেশের শুরু হয়।

রবিবার উত্তর দিনাজপুর জেলায় এনআরসি বিরোধী আরও একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে কানহাইয়া কুমারের। জানা গেছে, ইটাহারের চৌরাস্তায় দুপুর ২’টা নাগাদ ওই সভা শুরু হওয়ার কথা। সেখানে কানহাইয়া কুমারের সাথে উপস্থিত থাকার কথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমারের মুখার্জীরও।

সমাবেশে কী বললেন কানহাইয়া কুমার? দেখুন ভিডিও।

Related News

Back to top button