খোঁজ মিলল ল্যান্ডার ‘বিক্রম’-এর, ছবি ধরা পড়ল অরবিটারের ক্যামেরায়

খোঁজ মিলল ল্যান্ডার ‘বিক্রম’-এর, ছবি ধরা পড়ল অরবিটের ক্যামেরায়

Bengal Live ওয়েব ডেস্কঃ প্রায় ২৪ ঘন্টা সময় ধরে বিক্রমের কোনও খবর মিলছিল না। বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। তবে রবিবার ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদের বুকে বিক্রমের উপস্থিতি ধরা পড়েছে অরবিটারের থার্মাল ক্যামেরায়। বিক্রমের সাথে যোগাযোগ স্থাপন করাও সম্ভব হবে খুব তাড়াতাড়ি।

ইসরোর চেয়ারম্যান কে. সিবন ট্যুইটারে লিখেছেন, “আমরা চন্দ্রপৃষ্ঠে বিক্রমকে খুঁজে পেয়েছি। আমি নিশ্চিত, খুব শীঘ্রই আমরা বিক্রম ল্যাণ্ডারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো এবং আমাদের চন্দ্রযান-২ অভিযান সফলভাবে সম্পূর্ণ হবে।”

https://twitter.com/kailasavadivos/status/1170629966729371649?s=19

https://twitter.com/kailasavadivos/status/1170621272490823681?s=19

Exit mobile version