বিশ্ব জল দিবসে নদীর জঞ্জাল সাফাইয়ের উদ্যোগ তৃণমূল প্রার্থীর
শহরের নানা প্রান্ত থেকে আসা জঞ্জালের ভীড়ে নাব্যতা হারাচ্ছে বালুরঘাটের লাইফলাইন আত্রেয়ী।
জল দিবসে আত্রেয়ীর জঞ্জাল সাফাই করলেন তৃণমূল প্রার্থী।
Bengal Live বালুরঘাটঃ আজ বিশ্ব জল দিবস। মানুষের অপচয় ও অপব্যবহারে কমছে পৃথিবীর ভৌমজলের পরিমাণ। শহরের নানা প্রান্ত থেকে আসা জঞ্জালের ভীড়ে নাব্যতা হারাচ্ছে বালুরঘাটের লাইফলাইন আত্রেয়ী। নোংরা-আবর্জনার ফলে একসময়ের খরস্রোতা এই নদীর গতি এখন গেছে থমকে। অন্যদিকে জমে থাকা এইসব জঞ্জালের কারণে শহরে বাড়ছে পরিবেশ দূষণের পরিমাণ।
সেদিকে তাকিয়েই বিশ্ব জল দিবসকে সামনে রেখে আত্রেয়ীর জঞ্জাল সাফাই অভিযানে হাত লাগালেন এবারের বালুরঘাট বিধানসভা আসনের তৃণমূলের প্রার্থী তথা শহরের বিশিষ্ট আইনজীবী শেখর দাসগুপ্ত। সম্পূর্ন একটি অরাজনৈতিক সংস্থার পক্ষ থেকে সোমবার সকালে বালুরঘাট শহরের কল্যানী সিনেমা হল পাড়ার আত্রেয়ী নদীর ঘাটে এই জঞ্জাল অভিযানে সামিল হন তৃণমূল প্রার্থী শেখর দাসগুপ্ত।
তৃণমূল প্রার্থী শেখর দাসগুপ্ত জানান, বিষয়টি পুরোপুরি কেন্দ্রের ব্যাপার। রাজ্যের পক্ষে একা এই কাজ করা কখনই সম্ভব নয়। তাই আজকের এই বিশ্ব জল দিবসে এ ব্যাপারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষন করতে তিনি আজ প্রতীকী এই জঞ্জাল সাফাই করে এলাকাকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার প্রয়াস চালালেন। তাঁর আরও দাবি তিনি জিতে এলে স্থানীয় ও বহিরাগত বিভিন্ন পরিবেশ প্রেমী সংস্থার পরামর্শের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও এব্যাপারে মতামত নিয়ে আত্রেয়ীকে রক্ষার পাশাপাশি পরিবেশ দুষন থেকে বালুরঘাটকে রক্ষা করার কাজ চালিয়ে যাবেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাট শহরের বাসিন্দারা।