কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল, দেবশ্রীর বদলে দুজন কেন্দ্রীয় মন্ত্রী পাচ্ছে উত্তরবঙ্গ
মন্ত্রীসভা থেকে সরানো হলো দেবশ্রী চৌধুরীকে, উত্তরবঙ্গ পেল নতুন দুই মন্ত্রী। বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন মোট চার জন। মন্ত্রী সভায় জায়গা হলো না আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়রও।
Bengal Live ডেস্কঃ ১-এর বদলে ২ কেন্দ্রীয় মন্ত্রী পেতে চলেছে উত্তরবঙ্গ। নরেন্দ্র মোদীর মন্ত্রী সভায় এবার বাংলা থেকে চারজন নতুন মুখ। বুধবার মন্ত্রীসভার রদবদলের পর নতুন ৪৩ জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। আর তারপরেই জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে দুইজনকে মন্ত্রীসভায় জায়গা দেওয়া হয়েছে। এদিকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে এদিন মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছেন কোচবিহার ও আলিপুরদুয়ারের সাংসদ নিশীথ প্রামাণিক ও জন বার্লা। এদিকে শান্তনু ঠাকুর ও সুভাষ সরকারকেও মন্ত্রী সভায় জায়গা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
২০১৯ সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয় লাভ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রীসভায় জায়গা করে নিয়েছিলেন দেবশ্রী চৌধুরী। মাত্র দুইবছরের মধ্যেই এবার সেই মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়া হল কেন্দ্রের নারী ও শিশু কল্যান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। বুধবার সকালেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন দেবশ্রী চৌধুরী। এদিকে মন্ত্রীসভা থেকে সরানো হয়েছে বাবুল সুপ্রিয়কেও। দুই কেন্দ্রীয় মন্ত্রীর বদলে এবার মোদীর মন্ত্রী সভায় জায়গা করে নিয়েছেন বাংলার চার সাংসদ। জানা গেছে, মোট ৪৩ জন সাংসদ বুধবার সন্ধ্যায় মন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন।
সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক ও জন বার্লা ছাড়াও মন্ত্রীসভায় রয়েছেন নারায়ণ টাটু রানে, সর্বানন্দ সোনেওয়াল, বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণ, পশুপতি কুমার পরশ, কিরেণ রিজিজু, রাজ কুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মাণ্ডব্য, ভূপেন্দর সিং, পুরষোত্তম রুপালা, জি কিষাণ রেড্ডি, অনুরাগ ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, সত্য পাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর। শোভা করণডলাজে, ভানুপ্রতাপ সিং বর্মা, দর্শনা বিক্রম জারদশ, মীনাক্ষী লেখি, এ নারায়ণস্বামী, কৌশল কিশোর, অজয় ভাট, বি এল বর্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, ভগবন্ত খুবা, কপিল মোরেশ্বর পাতিল, প্রতিমা ভৌমিক, ভগবত কৃষ্ণানরাও কারাড, রাজকুমার রঞ্জন সিং, ভারতী প্রবীণ পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, মুঞ্জাপারা মহেন্দ্রভাই,, এল মুরুগান।