বেলা ১১’টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল কালিয়াগঞ্জে? জানালো কমিশন
শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে বলে এখনও খবর। সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের তিন বিধানসভা এলাকায় উপনির্বাচন। সকাল ১১’টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে জানালো নির্বাচন কমিশন।
Bengal Live ওয়েব ডেস্কঃ বেলা ১১’টা পর্যন্ত কালিয়াগঞ্জ বিধানসভায় ভোট দানের হার ৩১.২৫ শতাংশ। করিমপুর ও খরগপুর সদর বিধানসভা কেন্দ্রে ভোট দানের হার যথাক্রমে ৩১.২৫, ২৮.০২ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত কালিয়াগঞ্জে ভোট পড়েছিল ১৪.১৩ শতাংশ। করিমপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছিল ১৪.৭১ শতাংশ৷ খরগপুর সদরে ভোট পড়েছিল ১২.৬০ শতাংশ।
খরগপুর সদর ও করিমপুরের দুই বিধায়ক বিজেপির দিলীপ ঘোষ ও তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। এদিকে কালিয়াগঞ্জ বিধানসভার কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের প্রয়ানের ফলে এই তিন বিধানসভাতে এদিন চলছে উপনির্বাচন। আগামী ২৮ নভেম্বর হবে এই তিন উপনির্বাচনের গণনা।