রাজ্য

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ শতাধিকের

নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য জুড়ে বাড়ছে দলবদলের পালা। বাড়ছে ক্ষোভ বিক্ষোভ। এবার মালদাতেও ভাঙন কংগ্রেসে।

 

Bengal Live মালদাঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদায় ভাঙ্গন কংগ্রেসে। ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের বর্ষীয়ান কংগ্রেস নেতা আলম শেখ সহ তার সহকর্মীরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

মঙ্গলবার রাজনগর এলাকায় ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মীসভায় পঞ্চায়েত সদস্য মাইনুল শেখের নেতৃত্বে স্থানীয় লড়াকু কংগ্রেস নেতা আলম শেখ সহ শতাধিক কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে।

জল্পনার অবসান। গাঁটছড়া বাঁধলেন বুমরাহ- সঞ্জনা, গোয়ায় সারলেন বিয়ে।

এদিন এই যোগদান এবং কর্মী সভায় উপস্থিত ছিলেন, ইংরেজবাজারের প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ,কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী, উপ-প্রধান মন্টু ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।

এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, “দীর্ঘদিন ধরেই কংগ্রেস করতো আলম শেখ। আজ তিনি এবং তাঁর সহকর্মীরা পঞ্চায়েত সদস্য মাইনুল শেখের নেতৃত্বে  তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয়।”

ওজন কমানো থেকে ত্বকের জেল্লা, জেনে নিন টমেটোর উপকারিতা

Related News

Back to top button