রাজ্য

৯০ রাউন্ড কার্তুজ সহ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত তিন

বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সাফল্য মানিকচক থানার পুলিশের। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ।

 

 

Bengal Live মালদাঃ ২১ এর বিধানসভা নির্বাচনের আগে মানিকচক থানার শংকরটোলা এলাকা থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। ধৃত তিন। রবিবার মানিকচক থানার পুলিশ এবং মালদা পুলিশের স্পেশাল টাস্কফোর্স যৌথ ভাবে অভিযান চালায় মথুরাপুরের শংকরটোলা গ্রামে। মালদা জেলার মানিকচক থানার ফুলহর নদীর ধারে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও স্পেশাল টাস্কফোর্সের অফিসাররা অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।

 

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৫ টি সেভেন এম এম পিস্তল ও ৯০ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩ জনের মধ্যে ২ জনের বাড়ি মালদার রতুয়া থানা এলাকায়। ধৃতদের নাম ঝাঁকসু চৌধুরী ও সোনাচাঁদ চৌধুরী। আরেকজনের নাম সৈয়দ সুলতান আহমেদ। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ৩ দুষ্কৃতী মানিকচকে বড়সড় অপরাধমূলক কাজ করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছিল। খবর পেয়ে এলাকায় হানা দিয়ে তা বানচাল করা হল।

পুশিল সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল। ধৃত ৩ দুষ্কৃতিকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ।

Related News

Back to top button