রাজ্য
ভারত-ভুটান সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা
নাকা চেকিং-এ উদ্ধার বিপুল পরিমাণ টাকা। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ায় লাগাতার চলছে পুলিশের নাকা চেকিং।
Bengal Live আলিপুরদুয়ারঃ নাকা চেকিং চালিয়ে জয়ঁগা জিএসটি মোড় এলাকা থেকে ৮ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার করল জয়ঁগা থানার পুলিশ। শুক্রবার ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগা জিএসটি এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি ছোটো গাড়ি আটক করা হয়।
ওই গাড়ি থেকে ৮ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার হয়। এই টাকার কোনো বৈধ কাগজ দেখাতে সক্ষম হয়নি গাড়ির চালক। উদ্ধার হওয়া টাকা আলিপুরদুয়ার ট্রেজারিতে পাঠানো হয়েছে। নির্বাচন আচরণ বিধি লাগু হওয়ায় চলছে তল্লাশি।