রাজ্য

ভারত-ভুটান সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা

নাকা চেকিং-এ উদ্ধার বিপুল পরিমাণ টাকা। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ায় লাগাতার চলছে পুলিশের নাকা চেকিং।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ নাকা চেকিং চালিয়ে জয়ঁগা জিএসটি মোড় এলাকা থেকে ৮ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার করল জয়ঁগা থানার পুলিশ। শুক্রবার ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগা জিএসটি এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি ছোটো গাড়ি আটক করা হয়।

ওই গাড়ি থেকে ৮ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার হয়। এই টাকার কোনো বৈধ কাগজ দেখাতে সক্ষম হয়নি গাড়ির চালক। উদ্ধার হওয়া টাকা আলিপুরদুয়ার ট্রেজারিতে পাঠানো হয়েছে। নির্বাচন আচরণ বিধি লাগু হওয়ায় চলছে তল্লাশি।

Related News

Back to top button