রাজ্য

ভিডিও কলে ভয়ঙ্কর বিপদ, সতর্কতা জারি করল পুলিশ

মধ্যরাতের হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ভয়ঙ্কর বিপদের ফাঁদ। ভিডিও কল রিসিভ করলেই গায়ে লাগছে কলঙ্কের দাগ। ঘটছে পারিবারিক অশান্তি। কারণ, আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার ছবি চলে যেতে পারে দূষ্ট চক্রের হাতে। শুরু হতে পারে ব্ল্যাকমেইলিং।

 

Bengal Live কোচবিহারঃ হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদের ফাঁদ। আপনি কিছু বুঝে ওঠার আগেই ঘটে যেতে পারে অঘটন। ব্ল্যাকমেইলের শিকারও হতে পারেন আপনি। সম্প্রতি এমনই কয়েকটি অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। আর তার তদন্ত কিছুদূর এগোতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সাধারণ বাসিন্দাদের সতর্ক করতে উদ্যোগ নিয়েছে পুলিশ।

সৌরভকে রাজনীতিতে আসতে ‘না’ রাজনীতিরই বড় মাপের নেতার, কী করবেন মহারাজ ?

কী সেই বিপদ? পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষতঃ মধ্যরাতে অর্থাৎ যে সময় সাধারণত মানুষ ঘুমিয়ে থাকে, সেই সময় অচেনা নম্বর থেকে ভিডিও কল করা হচ্ছে। ভিডিও কল রিসিভ করলেই সেখান থেকে কয়েক সেকেণ্ডের ছবি কালেক্ট করে তা সুপার ইম্পোজ করে ব্লু ফিল্মে ব্যবহার করা হচ্ছে। এরপর সেই অশ্লীল ভিডিও দেখিয়ে কল রিসিভারকে ব্ল্যাকমেইল করা শুরু হচ্ছে।

মারণরোগে আক্রান্ত রায়গঞ্জের অর্ঘ্য, ছেলের প্রাণ বাঁচাতে করুণ আর্তি অসহায় বাবার

এমনই কয়েকটি ঘটনার অভিযোগ পেয়েছে কোচবিহার জেলা পুলিশ৷ আর তারপর থেকেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানাচ্ছেন, পাঞ্জাব, হরিয়ানার কিছু অসাধু ব্যক্তি মধ্যরাতে সাধারণ মানুষকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে। এরপর সেই কল রিসিভ করার পর আপনি রঙ নম্বর বুঝতে পেরে কেটে দিলেও ওই দুই তিন সেকেন্ডের ছবির উপরেই সুপার ইমপোজ করে ব্লু ফিল্ম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরপর শুরু হচ্ছে ব্ল্যাকমেইল। সাধারণ মানুষকে আমরা সচেতন করতে চাইছি। এই রকম কোনও ভিডিও কল কেউ যেন কোনও ভাবেই রিসিভ না করেন। তা না হলে যেকোনও মানুষ যেকোনও সময় নিজের অজান্তেই বিপদে পড়তে পারেন।

Related News

Back to top button