রাজ্য

মালদায় দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদায়। কী কারণে আত্মহত্যার পথ বেছে নিল ওই ছাত্রী তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Bengal Live মালদাঃ দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইংরেজবাজার থানার তেলিপুকুর এলাকায়। বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
ছাত্রীর আত্মঘাতীর ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম,সবনম খাতুন(১৯)।বাড়ি ইংরেজ বাজারথানার তেলিপুকুর এলাকায়। বৃহস্পতিবার ভোরে বাড়ির সামনে একটি সজনে গাছে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, প্রান্তপল্লী গার্লস হাইস্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করত ওই ছাত্রী।  পরিজনদের অভিযোগ, মৃত ছাত্রী শবনম তার দুই বান্ধবীর জন্যে ৩০ হাজার টাকা ধার করেছিল মহাজনের কাছে। এরপর মহাজন বারবার করে টাকার জন্য চাপ দিচ্ছিল শবনমকে।টাকা নেওয়ার কথা অস্বীকার করে তার দুই বান্ধবী বলে অভিযোগ তোলেন পরিবারের লোকেরা।পরিবারের লোকের অভিযোগ মহাজনের টাকা শোধ করতে না পেরেই অপমানে আত্মঘাতী হয় শবনম। যদিও দুই বান্ধবী এবং মহাজনের নাম ঠিকানা জানা যায়নি। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button