রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উত্তরের পাঁচ উপাচার্যকে তলব করলেন রাজ্যপাল
উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনকর। প্রশাসনিক প্রধানদের সাথে বৈঠক করার পাশাপাশি এবার উপাচার্যদের ডাক রাজ্যপালের।
আজকের রাশিফল, বৃহস্পতিবার, ৫ নভেম্বর
Bengal Live ডেস্কঃ উত্তরবঙ্গের পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ট্যুইট করে বৈঠকের আমন্ত্রণ জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার ট্যুইট করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকের ডাক দেন রাজ্যপাল। আগামী ৯ নভেম্বর দার্জিলিঙের রাজভবনে তাঁদের সাথে বৈঠকে বসবেন বলে ট্যুইটে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।
আট কেজিরও বেশি ওজনের সোনা উদ্ধার উত্তর দিনাজপুরে
এক মাসের উত্তরবঙ্গ সফরে দার্জিলিঙে গিয়েছেন রাজ্যপাল। সেখান থেকেই কাজ সামলাচ্ছেন তিনি৷ দার্জিলিঙের জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্যদের সাথে বৈঠক ইতিমধ্যেই সেরে ফেলেছেন রাজ্যপাল। এবার উত্তরবঙ্গের পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকের জন্য ডাক দিলেন তিনি৷ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস রিপোর্ট সহ বিভিন্ন নথিপত্র নিয়ে উপস্থিত হওয়ার জন্য উপাচার্যদের ট্যুইট করে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এছাড়াও ৮ নভেম্বরের মধ্যে বৈঠকে উপস্থিত হওয়ার কথাও জানাতে হবে বলে পৃথক একটি ট্যুইট করেছেন রাজ্যপাল।
Looking forward to interactive session at Raj Bhawan Darjeeling on Nov 9 with Vice Chancellors, Pro VCs and Registrars of
•North Bengal University,
•Uttar Banga Krish Viswavidyalaya
•Raiganj University,
•Coochbehar Panchanan Barma University,
•University of Gour Banga— Jagdeep Dhankhar Vice-President of India (@jdhankhar1) November 5, 2020
All the VCs of North Bengal Universities are to be present for meeting on Nov 9, 2020 fully updated with affairs of Universities and all outstanding issues. A Status Report is expected from them to be received by e-mail or otherwise, by Nov 8.
— Jagdeep Dhankhar Vice-President of India (@jdhankhar1) November 5, 2020