রাজ্য

উত্তরবঙ্গ থেকে ফেরার পথেও রাজ্য সরকারকে তির ছুড়লেন রাজ্যপাল জগদীপ ধনকর

জিটিএ ইস্যু থেকে কেন্দ্র রাজ্য সংঘাত, গ্লোবাল বিজনেস সামিট থেকে প্রধানমন্ত্রী কিষাননিধি সম্মান প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে ফের বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

Bengal Live ডেস্কঃ উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা ফেরার পথে মালদায় সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল জগদীপ ধনকর৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। জিটিএ-এর অডিট, আয়ুস্মান ভারত, প্রধানমন্ত্রী কিষাননিধি সম্মান নিয়েও একাধিক প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্য ও কেন্দ্রের সংঘাত নিয়েও এদিন সরব হন রাজ্যপাল। এদিকে গ্লোবাল বিজনেস সামিটের বিনিয়োগ নিয়ে এদিন রাজ্যপাল বলেন, ২০১৫ সাল থেকে পাঁচ বার বিজনেস সামিটের আয়োজন হয়েছে। ১২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা বলা হয়েছে। কিন্তু কোথায় গেল সেই বিনিয়োগ? কী পরিস্থিতিতে আছে? কোন বিভাগে রয়েছে এই বিশাল পরিমাণ টাকা?

শুনুন রাজ্যপালের পুরো বক্তব্যঃ 

Related News

Back to top button