শিলিগুড়ির পুর প্রশাসকের দায়িত্বে গৌতম দেব
শিলিগুড়ি পুর কর্পোরেশনের প্রশাসনিক প্রধান করা হলো গৌতম দেবকে। নির্বাচনে পরাজয়ের পর নতুন দায়িত্বে রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
Bengal Live শিলিগুড়িঃ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পেলেন গৌতম দেব। বৃহস্পতিবার দিনই ফিরহাদ হাকিম তাঁকে ফোন করে এই দায়িত্বভার নেওয়ার কথা জানিয়েছেন বলে দাবি করেন রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার বেলা সাড়ে দশটায় কর্পোরেশনে গিয়ে দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছেন গৌতম দেব।
বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ী কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন গৌতম দেব। ২০১১ ও ২০১৬ সালে ওই কেন্দ্র থেকেই লড়াই করে বিধানসভা গিয়েছিলেন গৌতম দেব। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হতে হয় রাজ্যের প্রাক্তন পর্যটন ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে।
বাংলাদেশ স্পেশাল রেসিপিঃ বারবিকিউ প্রণ
এরপরেই বৃহস্পতিবার রাজ্যের পক্ষ থেকে শিলিগুড়ি পুর কর্পোরেশনের প্রশাসনিক প্রধানের দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, প্রায় বছর খানেক সময় থেকে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলে আসছিলেন বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য।