রাজ্য

কর্পোরেশন চালাতে অশোক, শঙ্করের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন গৌতম দেব

শিলিগুড়ি পুরনিগমের দায়িত্ব নিলেন গৌতম দেব। পুর কর্মীদের ছুটি বাতিলের ঘোষণা।

Bengal Live শিলিগুড়িঃ কোভিড মোকাবিলায় কোনও রাজনীতি না, শিলিগুড়ি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই পরিষ্কার জানিয়ে দিলেন গৌতম দেব। দীর্ঘদিন কর্পোরেশন চালিয়েছেন অশোক ভট্টাচার্য, তাই তাঁর অভিজ্ঞতাকেও কাজে লাগানো হবে বলে জানালেন গৌতম দেব। কথা বলবেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সাথেও।

মেধাবী দুই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বৃহস্পতিবার দিনই রাজ্যের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় গৌতম দেবকে। অশোক ভট্টাচার্যকে সরিয়ে গৌতম দেবকে এই পদে বসানো নিয়ে বিতর্ক শুরু হলেও শুক্রবার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথেই গৌতম দেব পরিষ্কার জানিয়ে দিলেন কোভিড পরিস্থিতিতে কোনও রাজনীতি নয়৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, এই পরিস্থিতিতে পুরনিগমের সকল কর্মীর ছুটি বাতিল করা হবে। শনিবার, রবিবার দিনও খোলা থাকবে কর্পোরেশন। অতিমারি মোকাবিলায় সামনে থেকে লড়াই করবে পুরনিগম। তিনি সাফ জানিয়েদেন, দীর্ঘদিন কর্পোরেশনের দায়িত্ব সামলেছেন অশোক ভট্টাচার্য, শঙ্কর ঘোষ। তাঁদের অভিজ্ঞতাও কাজে লাগানো হবে।

রায়গঞ্জে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ , পালটা অভিযোগ কাউন্সিলরের

Related News

Back to top button