মালদার ভুতনিতে গঙ্গায় তলিয়ে গেল জমি, বাঁধ ভাঙার আশঙ্কা

মালদার মানিকচকে গঙ্গার ভাঙন অব্যাহত। কয়েকশো মিটার জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ভয়ঙ্করী গঙ্গা এখন নিঃশ্বাস ফেলছে বাঁধের গায়ে।

Bengal Live মালদাঃ মালদা জেলার ভুতনি এলাকায় ব্যাপক ভাঙন। গঙ্গাগর্ভে তলিয়ে গেল কয়েকশো মিটার বাঁধ সংলগ্ন জমি। বর্তমানে নদী থেকে বাঁধের দূরত্ব দুই থেকে চার মিটার। যেকোনও সময় বাঁধ ভাঙতে পারে বলে আশঙ্কা। এই দুশ্চিন্তায় রাতের ঘুম হারিয়েছে মানিকচক ব্লকের হীরানন্দপুর ও উত্তর চণ্ডীপুর অঞ্চলের সংযোগস্থল কেশবপুর কালটন টোলা এলাকার মানুষের। এই এলাকায় তীব্র ভাঙন চলছে গঙ্গা নদীর পাড়ে।

টোটো চালকের রহস্যমৃত্যু, আটক এক

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ ভাঙন শুরু হয়।মুহূর্তে তলিয়ে যায় কয়েকশো মিটার জমি সহ গাছপালা। ঘটনার খবর পেয়ে রাতেই জরুরী ভিত্তিতে নদীতে বাঁশ ও বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু করা হয়। তবে এলাকাবসীর অভিযোগ, বাঁশ ও বালির বস্তা দিয়ে ভাঙন রোধ সম্ভব নয়। বাঁধ ভাঙার আশঙ্কায় প্রহর গুণছেন এলাকাবাসী। তাঁরা দাবি তুলেছেন, ভাঙন রোধে স্থায়ী সমাধানের।

ওয়ান পট প্রণ বিরিয়ানিঃ জিভে জল আনবেই অতিথির, জেনে নিন রন্ধন প্রণালী

Exit mobile version