পুরসভার বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা এই বিলুপ্তপ্রায় বনবিড়াল প্রজাতির গন্ধগোকুল টিকে বনদপ্তরের হাতে তুলে দেবেন।
Bengal Live বালুরঘাটঃ সোমবার বালুরঘাটের সুভাষ কর্ণার এলাকায় একটি নর্দমার মধ্যে থেকে উদ্ধার হলো বিলুপ্তপ্রায় একটি গন্ধগোকুল । এলাকার নর্দমা সাফাইয়ের সময় পুরসভার সাফাই কর্মীরা দেখতে পান গন্ধগোকুলটিকে। সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করেন সাফাই কর্মীরা। এরপর খবর দেওয়া হয় পুরসভার বন্যপ্রাণী উদ্ধার কর্মীদের । বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা এলে হস্তান্তর করা হয় ওই গন্ধগোকুল টিকে।
কুড়িটি গাছেই কোটিপতি, পৃথিবীর সবচেয়ে মূল্যবান গাছটি জন্মায় ভারতের মাটিতেই
সিভেট ক্যাট প্রজাতির বন্যপ্রাণীটি মূলত বনেই দেখতে পাওয়া যায়। অন্যান্য বন্য প্রাণীদের মতোই এই প্রাণীটিও বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্যের খোঁজে লোকালয়ে চলে এসে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। লোকালয়ে এসে কোন ভাবে নর্দমায় পড়ে সেখানেই আটকে ছিল বলে উদ্ধারকর্মীদের প্রাথমিক অনুমান।
পুরসভার বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা এই বিলুপ্তপ্রায় বনবিড়াল প্রজাতির গন্ধগোকুল টিকে বনদপ্তরের হাতে তুলে দেবেন।