বৃহস্পতিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। মৃত চার। আহত তিন। মৃত এক পুলিশ কর্মী শিলিগুড়িতে কর্মরত ছিলেন৷
প্রবল বর্ষণ উত্তরবঙ্গ জুড়ে, কবে আকাশ পরিষ্কার হবে, জানালো হাওয়া অফিস
Bengal Live কোচবিহারঃ মর্মান্তিক ! নজিরবিহীনও বটে। অপহরণকারীর হাত থেকে উদ্ধার পেলেও বাড়িতে ফিরলো নাবালিকার নিথর দেহ। নিখোঁজ ওই নাবালিকাকে উদ্ধার করে শিলিগুড়িতে ফেরার পথে নয়ানজুলিতে উল্টে গেল পুলিশের গাড়ি৷ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবল সহ উদ্ধার হওয়া নাবালিকা, তার মা ও কাকার৷ চারজনকেই মৃত বলে ঘোষণা করেছেন ঘোকসাডাঙ্গা হাসপাতালের চিকিৎসক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘোকসাডাঙ্গার কাশিয়াবাড়িতে।
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, দেহ উদ্ধার বাড়ির অদূরে
জানা গেছে, ২৯ আগস্ট শিলিগুড়ির প্রধাননগর থানায় এক নাবালিকার নিখোঁজের অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে ওই নাবালিকার খোঁজ মেলে কোচবিহারে। এরপর বুধবার নাবালিকাকে উদ্ধার করতে কোচবিহার যায় শিলগুড়ির প্রধাননগর থানার পুলিশ। সঙ্গে নিয়ে যাওয়া হয় নাবালিকার মা ও কাকাকেও। কিশোরীকে উদ্ধার করে সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা বলে খবর।
MI লঞ্চ করছে স্মার্ট ব্যাণ্ড-৫, জানা যাবে হার্ট থেকে আবহাওয়ার খবর
মৃত কনস্টেবল শিলিগুড়ির প্রধাননগর থানায় কর্মরত ছিলেন। তার নাম গোবিন্দ সেন (৪০)। অন্যদিকে মৃত কিশোরী জ্যোৎস্না কর (১৭) তার মা শিপ্রা কর (৩৫) ও কিশোরীর কাকা প্রদীপ করও (৩৮) শিলিগুড়ির বাসিন্দা বলেই জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক সহ আরও তিনজন। তাদের মধ্যে রয়েছেন শিলিগুড়ি প্রধাননগর থানার একজন এস আই সহ আরও এক কনস্টেবল। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া পুলিশ সহ সব মহলে৷