রাজ্য

বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, জলবন্দি শতাধিক পরিবার

একদিকে ভাঙন, অন্যদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। দুইয়ে মিলে তীব্র সমস্যার মধ্যে মালদার কয়েকহাজার বাসিন্দা।

 

Bengal Live মালদাঃ মালদায় চরম বিপদসীমা উপর দিয়ে বইছে গঙ্গা। এর জেরে জেলার একাধিক এলাকা প্লাবিত। সঙ্গে তীব্র ভাঙনও শুরু হয়েছে একাধিক জায়গায়। একইসঙ্গে ফুঁসছে ফুলহর ও মহানন্দাও। ফুলহর নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে একাংশ এলাকা। এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে, মানিকচক ব্লকের গদাই ও নারায়ণপুর চরের বাসিন্দাদের ঘর-বাড়িতে জল ঢুকে পড়ায় তাঁরা বাঁশের মাচা ও উঁচু জায়গার আশ্রয় নিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত ৩৩০ টি পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। বিলি হয়েছে ত্রাণ। ’

পুলিশ কর্মীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

এদিকে ভাঙন অব্যাহত কালিয়াচক ৩ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামে৷ বহুবাড়ি ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গিয়েছে। জানা গেছে, ভাঙনের জেরে ভিটেমাটি হারিয়েছেন লালুটোলা, ভীমাগ্রাম, অনুপনগর সহ একাধিক গ্রামের বাসিন্দারা৷ জানা গেছে, রতুয়ার পাশাপাশি মানিকচকের জোতপাট্টা, রামনগর, রবিদাসটোলা গ্রামে ঢুকতে শুরু করেছে গঙ্গার জল৷ ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই এলাকায়। জলবন্দি কয়েকশো পরিবার৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন তাঁরা।

স্বাধীনতা দিবসে ‘ক্যাফে আড্ডা’ দিচ্ছে ১০০ শতাংশ ছাড়, কিন্তু এই ছাড় পাবেন কারা?

Related News

Back to top button