রাজ্য
মাদার এন্ড চাইল্ড হাবে আগুন, চাঞ্চল্য কোচবিহারে
মাদার এন্ড চাইল্ড হাবে আগুন, চাঞ্চল্য কোচবিহারে
Bengal Live কোচবিহারঃ কোচবিহার এমজেএন হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাবে আচমকা অগ্নিসংযোগ হওয়ার ঘটনায় চাঞ্চল্য। আগুন লাগার পরেই মাদার এন্ড চাইল্ড বিভাগ থেকে রোগীদের সরিয়ে আনা হয়। শিশুদের হাসপাতালের অন্যত্রে স্থানান্তর করা হয়। অগ্নিসংযোগের খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।
আগুনের খবর পেয়ে পৌঁছান জেলা শাসক কৌশিক সাহা। তিনি বলেন, কী কারণে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে রোগীরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। কারোর কোনও ক্ষতি হয়নি। তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে অগ্নিসংযোগের সময় মাদার এন্ড চাইল্ড হাভে প্রায় ২০০ জন মা,শিশু চিকিৎসাধীন ছিলেন।