ট্রেনে কাটা পরে মৃত্যু বাবা ও ছেলের
অনুমান, উত্তরবঙ্গ এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেয় বাবা ও ছেলে। তদন্তে পুলিশ৷
Bengal Live কোচবিহারঃ ট্রেনে কাটা পরে মৃত্যু হলো বাবা ও ছেলের৷ বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের কোচবিহার জেলার গীতালদহ এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তি গীতালদহ ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। প্রাথমিক অনুমান, নিউ কোচবিহার স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস বামুনহাট স্টেশনের দিকে যাওয়ার সময় ছেলেকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন প্রদীপ বর্মণ। তবে সঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি৷
দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নীচে মানসিক ভারসাম্যহীন মহিলা, ঠাঁই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
সিতাই-এর তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার দাবি, পাওনা টাকার দাবিতে কিছু ঠিকাদার চাপ দিচ্ছিলেন প্রদীপ বর্মণকে। সেই চাপ সহ্য করতে না পেরেই হয়ত আত্মঘাতী হওয়ার পথ বেছে নিয়েছেন। এদিকে গীতালদহের তৃণমূল কংগ্রেস নেতা আবুয়াল আজাদের অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ কিছু নেতা প্রাক্তন প্রধানের স্বামীর কাছে এক কোটি টাকা দাবি করেছিল। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতীম রায় বলেন, দলীয় স্তরে ঘটনার তদন্ত করা হবে৷