রাজ্য

পুরসভার তকমা পেল ফালাকাটা

বিধানসভা নির্বাচনের আগে ফালাকাটাকে পুরসভা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ মঙ্গলবার ফালাকাটাকে পুরসভা ঘোষণা করে ফাইনাল নোটিফিকেশন করেছে রাজ্য সরকার। বুধবার থেকেই ফালাকাটাবাসী পুর পরিষেবা পাবে বলে জানানো হয়েছে। রাজ্যের যুগ্ম সচিবের সই করা আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের জারি করা এই নোটিফিকেশনে আগামী ছয় মাস বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফালাকাটা পুরসভার প্রশাসকরূপে আলিপুরদুয়ার মহকুমাশাসককে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

জানা গিয়েছে, ফালাকাটা পুরসভা গঠিত হবে ফালাকাটা ১, ফালাকাটা ২, পারঙ্গের পার ও গুয়াবরনগর এই চার গ্রাম পঞ্চায়েত নিয়ে। পুরসভার তকমা পেতেই খুশির জোয়ারে ভাসতে শুরু করেছে ফালাকাটার জনগণ। ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় বলেন, ” মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন, এই ঘটনা তার প্রমান। ফালাকাটাবাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমরা এত তাড়াতাড়ি পুরসভা পেয়ে যাব এটা ভাবতে পারিনি। ফালাকাটা বিধানসভায় হারের পরও মুখ্যমন্ত্রী এই এলাকার উন্নয়নে নজর দিয়েছেন।”

Related News

Back to top button