রাজ্য
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়মের তদন্তে এল চার সদস্যের দল
আর্থিক দুর্নীতি ও পরীক্ষায় অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ উঠছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার তদন্তে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছাল তদন্তকারী দল।
Bengal Live মালদাঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি এবং একাধিক অনিয়মের তদন্তে ৪ জনের তদন্ত কমিটি গঠন করল উচ্চ শিক্ষা দপ্তর। কমিটির চেয়ারম্যান করা হয়েছে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখার্জিকে। শনিবার চার সদস্যের তদন্তকারী দল পৌঁছায় মালদায়।
শনিবার বেলা ১১টা থেকে শুরু হয় তদন্ত। যে সকল অধ্যাপকরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে দুর্নীতি ও একাধিক অনিয়ম নিয়ে অভিযোগ তুলেছেন, শনিবার তাঁদের ডাকা হয়েছে তদন্তকারী দলের তরফে। অস্থায়ী উপাচার্য ও অস্থায়ী রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকদেরও ডাকা হয়েছে।