বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু, চাঞ্চল্য ডুয়ার্সে
গত তিন মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতটি হাতির মৃত্যুর ঘটনা ঘটল। বন্যপ্রাণীর সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।
Bengal Live জলপাইগুড়িঃ ফের মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর নাগাদ। এদিন সকাল বেলা ধূপগুড়ি ব্লকের হলদিবাড়ি চা বাগানের মনিপুর লাইনের ৩ নম্বর সেকশনের বাগানে শ্রমিকদের নজরে আসে বিষয়টি। এই নিয়ে গত তিন মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতটি হাতির মৃত্যু হল ডুয়ার্সে।
শুক্রবার সকালে চা বাগানের কয়েকজন শ্রমিক নদীতে মাছ ধরতে গিয়ে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি অনারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় ও মোরাঘাট রেঞ্জ অফিসার রাজ কুমার পাল। বনদপ্তর সূত্রে খবর, একটি বিদ্যুতের তার নিচে ঝুলে ছিল। সেই তারের সংস্পর্শে এসে হাতিটির মৃত্যু হয়েছে। হাতির মৃত্যুর জন্য চা বাগান কর্তৃপক্ষকে দায়ী করেছেন জলপাইগুড়ি অনারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বনদপ্তরের শীর্ষ আধিকারিকরা।