রাজ্য

মালদার তিলাসন গ্রামে পুজোর সূচনায় শূন্যে গুলি, কেঁপে ওঠে সীমান্ত এলাকা

শূন্যে গুলি চালিয়েই পূজার সূচনা হয় মালদা জেলার রায় জমিদার বাড়িতে। করোনা আবহেও চলছে পূজার জোর প্রস্তুতি।

 

Bengal Live মালদাঃ করোনা আবহে চলছে জমিদার বাড়ির দুর্গা পূজার প্রস্তুতি। হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে তিলাসনের জমিদার বংশের প্রাচীনতম দুর্গা পূজা।
পুরানো রীতি মেনেই পূজা হয়ে আসছে এই রায় বাড়িতে। মালদা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্ত তিলাসন গ্রামে এই জমিদার বাড়ির পূজা। জমিদারি চলে গেলেও পুজোতে এখনো কোন খামতি রাখেনি রায় পরিবার। পুরানো নিয়ম মেনেই হয়ে আসছে রায় বাড়ির পুজো।

শেষ মূহুর্তে দুর্গা পূজার প্রস্তুতি চলছে জোরকদমে। এই জমিদার পরিবারে প্রথম পূজা শুরু করেন অবোধনা রায়ের ছেলে শিব প্রসাদ রায়। এর পর থেকে পরম্পরায় ব্রজেন্দ্রনারায়ণ রায়,শঙ্কর প্রসাদ রায়,পর পর উত্তরসূরীরা এই পূজা করে আসছেন।

বর্তমানে এখন রায় বাড়ির পূজা করছেন অন্যতম সদস্য রাকেশ কুমার রায়। তিনি বলেন, পরিবারের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্যই পূর্ব পুরুষেরা বন্দুক ব্যবহার করতেন। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই পুনর্ভবা নদীর পাড়ে শূন্যে গুলি ছুড়ে পূজার সূচনা করা হয়ে থাকে। চার দিনই মাকে নানা ব্যঞ্জনে অন্নভোগ দেওয়া হয়। রীতি মেনে দশমীর দিন প্রতিমা বিসর্জনের পরে আদিবাসী মানুষদের মধ্যে খিচুড়ি ভোগ বিলি করা হয়।এবছর করোনা ভাইরাস সংক্রমণের জেরে গ্রামবাসী সহ বিভিন্ন এলাকার মানুষ পূজা মন্ডপে প্রবেশের আগে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে।

এর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা মন্ডপে প্রবেশ করানো হবে গ্রামবাসীদের।
তবে এ বছর করোনা আবহে অনেক কিছু কাটছাঁট করে পূজার আয়োজন করা হবে।

Related News

Back to top button