এক কেজি ব্রাউন সুগার পাচার করলেই ১০ হাজার টাকা, জেরায় জানালো ধৃত
এক কেজি ব্রাউন সুগার পাচার করলে ১০ হাজার টাকা মিলত কমিশন হিসেবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এমনই জানিয়েছে মাদক কারবারি৷
এক চার্জেই ১২০ কিমি, আসছে ইলেকট্রিক বাইক KRIDN, পুজোর আগেই বুকিং শুরু
Bengal Live মালদাঃ বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত চরি অনন্তপুর এলাকায় ২৪ নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা এক পাচারকারীকে আটক করে। ধৃতর কাছ থেকে উদ্ধার হয় এক কেজি ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।
আইপিএল দেখুন মোবাইলের পর্দায়, জিও নিয়ে এলো আকর্ষণীয় প্ল্যান
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাচারকারীর নাম বজিরউদ্দিন শেখ। বাড়ি বৈষ্ণনগর থানার শব্দালপুর নিয়োগীনগর এলাকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে, কালিয়াচকের বাসিন্দা ওয়াসিম শেখ নামে এক কারবারির কাছ থেকে ব্রাউন সুগার সংগ্রহ করে, মুর্শিদাবাদ জেলার জাহাঙ্গীর শেখের কাছে পৌঁছে দিতো সে।
জিজ্ঞাসাবাদে বিএসএফকে পাচারকারী জানিয়েছে, গত এক বছর ধরে এই কাজের সঙ্গে সে যুক্ত। ১ কেজি ব্রাউন সুগার পাচার করতে পারলে সে পেত ১০ হাজার টাকা।বিএসএফ জওয়ানরা ধৃতের কাছ থেকে একটি মোটর বাইক বাজেয়াপ্ত করে। ধৃত পাচারকারীকে কালিয়াচক থানার হাতে তুলে দেন বিএসএফ জওয়ানরা। কালিয়াচক থানার পুলিশ শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে।