প্রার্থী নিয়ে অসন্তোষ, চরম হইহট্টগোল কংগ্রেস কার্যালয়ে
প্রার্থীর নাম ঘোষণা হতেই কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভ কোচবিহারে। চরম বাকবিতন্ডা নেতা কর্মীদের মধ্যে৷
Bengal Live কোচবিহারঃ তুফানগঞ্জ কেন্দ্রে প্রার্থী পছন্দ না হওয়াতে তুলকালাম কংগ্রেসের কার্যালয়ে। কংগ্রেস পার্টি অফিসে ঝুলল তালা। সোমবার দিল্লি থেকে বঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য ৩৪ আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তালিকায় রয়েছে রায়গঞ্জ কেন্দ্রে মোহিত সেনগুপ্ত, তুফানগঞ্জ কেন্দ্রে রবীন রায় সহ অন্যান্য পুরোনো বিধায়কদের নাম। তবে এদিন রবীন রায়ের নাম ঘোষণা হতেই বাকবিতন্ডা শুরু হয় তুফানগঞ্জ কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।
আন্তঃরাজ্য মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারকারী গ্রেপ্তার
নেতৃত্বের মনোনীত প্রার্থীকে মানতে নারাজ হওয়ায় তুফানগঞ্জের দলীয় কর্মীদের বোঝাতে যান কোচবিহার জেলা কংগ্রেসের নেতারা। আর এতেই দুই পক্ষের মধ্যে শুরু হয় গন্ডগোল ও কথা কাটাকাটি যা মারামারির পর্যায়ে চলে যায়। কংগ্রেসের পার্টি অফিসে তালা ঝোলানোর পাশাপাশি বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীরা।
বিক্ষোভকারীদের দাবি, তাঁরা বহিরাগত কোনও প্রার্থীকে মেনে নেবেন না। সিদ্ধান্ত বদল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন৷ এই বিষয়ে কংগ্রেস জেলা নেতৃত্বের দাবি আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়া হবে।
৩৪ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, রায়গঞ্জে প্রার্থী মোহিত সেনগুপ্ত