রাজ্য

এখনও নিখোঁজ তিন, খোঁজ চলছেই তিস্তায়

তিনদিন আগে ধসে নিখোঁজ তিন ব্যক্তির খোঁজে এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।

 

Bengal Live কালিম্পংঃ সেবক-রংপো রেল প্রকল্পের ধসের ঘটনায় এখনও নিখোঁজ তিন। ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি তিন শ্রমিকের। জোরকদমে চলছে তল্লাশি অভিযান। প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজ তিনজনের নাম অরুন রাই, বিকাশ তামাঙ, ডাম্বের রাম। অরুন রাই ও বিকাশ তামাং কালিম্পং জেলার বাসিন্দা। ডাম্বের রাম নেপালের বাসিন্দা বলে জানা গেছে।

প্রসঙ্গত, লাগাতার বৃষ্টির জেরে সেবক-রংপো রেল প্রকল্পে ধস নেমে আসে। ভেঙে যায় প্রকল্পের কর্মীদের ক্যাম্প। জানা যায়, ধসের জেরে তিস্তায় ভেসে গিয়েছেন সাত জন শ্রমিক। এরপরেই শ্রমিকদের খোঁজ শুরু করে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা৷ দুইজনের নিথর দেহ উদ্ধার হয় তিস্তা থেকে। এদিকে গুরুতর জখম অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। তবে এখনও তিন শ্রমিকের কোনও খোঁজ মেলেনি৷

সেবক-রংপো রেল প্রকল্পে ধস, নিখোঁজ পাঁচ, বাংলা সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন

কালিম্পং প্রশাসন সূত্রে জানা গেছে, রেল, বিপর্যয় মোকাবিলা দল, স্থানীয় বাসিন্দা ও জেলা প্রশাসন তিস্তায় লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ তিজ শ্রমিকের কোনও খবর নেই।

Related News

Back to top button