উপনির্বাচনের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে
আগামী ৩০ সেপ্টেম্বর কোচবিহারের দিনহাটা বিধানসভা আসনে উপনির্বাচন। পূজা শেষ হতেই জোড় কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার।
Bengal Live কোচবিহারঃ অপছন্দ দলের প্রার্থী। বিজেপি ছাড়লেন দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সুদেব কর্মকার। দিনহাটার বিজেপি দলের অন্যতম মুখ ছিলেন তিনি। রবিবার দিনহাটা সুভাষ ভবনে তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায় ও পরেশ অধিকারী সুদেব কর্মকার সহ ২০০ জন বিজেপি কর্মীর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়েছেন।
সুদেব কর্মকার বলেন, বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক নির্বাচনে জেতার পর এখনও সাধারণ কর্মীদের সাথে দেখা করেন নি। দলের কারোর সাথে কোনো আলোচনা না করেই দিনহাটার বিধায়ক পদ ছেড়ে দেন। এরপর উপনির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তাও অগণতান্ত্রিক৷ বিজেপিতে থেকে উন্নয়নের কাজ করা সম্ভব না বলেও ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দলের জেলা সভাপতি ও সাংসদ বিজেপিকে কোমায় পাঠিয়েছে বলেও এদিন অভিযোগ করেন সুদেব কর্মকার।
তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বলেন, সুভাষ ভবনের সামনে বিজেপির একাধিক নেতা কর্মীরা এদিন দলে যোগ দিয়েছেন। গত মার্চ মাসে এই ভবনই ভাঙচুর করেছিল বিজেপি। উদয়ন গুহের দাবি, এদিনের দলবদলের জেরে দিনহাটায় বিজেপির আর কোনও অস্তিত্বই থাকলো না।
যদিও এই দলবদলে দিনহাটা উপনির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব।