মহিলা ভোটারদের মন জয় করতে কোচবিহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলীপ ঘোষের
মহিলা ভোটারদের মন জয় করতে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলীপ ঘোষের৷ নির্বাচনী প্রচারে এসে মাতঙ্গিনী হাজরার নামে বাহিনী গঠন করার ঘোষণা তাঁর।
Bengal Live কোচবিহারঃ ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মেয়েদের জন্য তৈরি হবে মাতঙ্গিনী হাজরার নামে ব্যাটেলিয়ান ’ মহিলাদের মন জয় করতে এমনই প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙ্গাতে এভাবেই মহিলা মন জয় করার চেষ্টা চালালেন দিলীপ ঘোষ৷
বৃহস্পতিবার পঞ্চানন মোড়ে মনীষি পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে মাথাভাঙ্গার বিজেপি প্রার্থীর হয়ে ভোটের প্রচার করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হুড খোলা জিপে প্রার্থীর হয়ে রোড শো করেন তিনি। এদিন কোচবিহারে চারটি কেন্দ্রের বিজেপি প্রার্থীদের হয়ে সভা করবেন দিলীপ ঘোষ।
এদিন সভায় তিনি বলেন, ‘ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মেয়েদের জন্য মাতঙ্গিনী হাজরার নামে ব্যাটেলিয়ান তৈরি হবে। বিজেপি সরকার ক্ষমতায় এলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। নারীরা সম্মান পাবেন। থানায় অভিযোগ করতে পারবেন সকলে।’
কোচবিহারে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মহিলাদের আরও বেশি করে সংঘবদ্ধ হওয়ার বার্তা দেন। আর তার পরেই পালটা মহিলাদের মন জয় করতে মাঠে নেমে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি।
প্রসঙ্গত, বুধবার শীতলখুচি কেন্দ্রে প্রচারে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। তাঁর গাড়িতে ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের ওপর। যদিও তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, ‘ সবটাই সাজানো বিজেপির। হেরে যাচ্ছে বুঝেই এসব মিথ্যা নাটক করছে।’