রাজ্য
Trending

হরিণের চামড়া, শিং, সাপের তেল সহ ধৃত দুই

ধৃত দুই পাচারকারীর বাড়ি উত্তর প্রদেশ ও বিহারে বলে জানা গেছে।

 

Bengal Live শিলিগুড়ি: সাপের তেল, হরিণের চামড়া ও শিং পাচার করার আগেই বনের র‍্যাপিড রেসপন্স ফোর্সের হাতে ধৃত দুই। সোমবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড ও জংশন স্টেশন লাগোয়া এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে সাপের তেল , হরিণের চামড়া ও হরিণের শিং বাজেয়াপ্ত করে র‌্যাপিড রেসপন্স ফোর্স দার্জিলিং ওয়াইল্ড লাইফের ১ নং শাখা । ঘটনায় গ্রেপ্তার দুই পাচারকারীর নাম সিকান্দর কুমার এবং সঞ্জু বৈধ । বন সূত্রে খবর, সিকান্দরের বাড়ি উত্তর প্রদেশের খলিলাবাদ এলাকায় এবং সঞ্জু বিহারের কাটিহারের বাসিন্দা ।

জানা গেছে, এই দুই পাচারকারীর উপর বেশ কিছুদিন ধরেই নজর ছিল তদন্তকারীদের। মঙ্গলবার দুই পাচারকারী বাসস্ট্যান্ড এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে পৌঁছলেই র‌্যাপিড রেসপন্স ফোর্স-র হাতে ধরা পড়ে যায় ওই দুই পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৫০ মিলি লিটার সাপের তেল, ৪ টুকরো হরিণের চামড়া, এবং তিন টুকরো হরিণের শিং। ধৃত দুজনকেই শিলিগুড়ির মহকুমা আদালতে পেশ করা হবে।

র‌্যাপিড রেসপন্স ফোর্স-র রেঞ্জ অফিসার দীপক রসাইলি জানিয়েছেন, ” শিলিগুড়িতে পাচারকারীদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। তাদের আটকাতে আমরা সমস্ত ব্যবস্থা করছি। প্রতিনিয়ত নজরদারি চলছে। আজ সাপের তেল হরিণের চামড়া এবং তিন টুকরো হরিণের শিং সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related News

Back to top button