রাজ্য

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

বাড়ি থেকে মাত্র ৫০০ মিটারের দূরত্বেই যুবকের মৃতদেহ উদ্ধার হল। কী কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের?

 

Bengal Live মালদাঃ পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইংরেজবাজার থানার নরসিং কুপ্পা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গোবিন্দ সরকার (২৭)। পেশায় তিনি ছিলেন শ্রমিক। তবে মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক। তারপরে আর কোন খোঁজ মেলেনি ।

বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি পুকুর পাড়ে এক জোড়া জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর পরিবারের লোকেরা সেই জুতা শনাক্ত করে। স্থানীয়রা জানিয়েছেন, খবর পেয়ে প্রথমে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু জরুরী সামগ্রী না থাকার কারণে তারা উদ্ধার কাজ শুরু করতে পারেননি।

বুধবার রাতে হ্যালোজেন আলো জ্বালিয়ে স্থানীয় জেলেদের উদ্যোগে হাজারি বংশী দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। কয়েক ঘন্টার প্রয়াসে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করা হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা কাজ শুরু করার আগেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। আত্মহত্যা নাকি খুন, তা জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Related News

Back to top button