শুক্রবার সকালে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ খবর পেয়ে পৌঁছায় পুলিশ।
নিষিদ্ধ মাদক কারবারি বাবা ও মেয়ে ধৃত
Bengal Live শিলিগুড়িঃ চা বাগান সংলগ্ন একটি ব্রীজের নীচ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বাগডোগরার সন্ন্যাসী চা বাগান সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা ওই মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে।স্থানীয়রা জানিয়েছেন, সকালে পথচারীদের নজরে আসে মৃতদেহটি।
এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কালোবাজারিতে মূল্যবৃদ্ধি আলু-পেঁয়াজের ? রায়গঞ্জে অভিযান বিডিও,পুলিশ, ডিইবির