গ্লিনারিজ বদলে যাচ্ছে কোভিড আইসোলেশন ওয়ার্ডে
আপাতত ২০ বেডের সেফ হোম চালু হচ্ছে গ্লিনারিজে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি দার্জিলিঙের বাসিন্দারা৷
Bengal Live ডেস্কঃ দার্জিলিঙের গ্লিনারিজ বদলে যাচ্ছে কোভিড সেফ হোমে৷ কঠিন করোনা পরিস্থিতিতে গ্লিনারিজ কর্তৃপক্ষের সিদ্ধান্তেকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। খুশি পাহাড়বাসী। জানা গেছে, রেস্তোরাঁর দোতলায় তৈরি হচ্ছে সেফ হোম।
দার্জিলিঙের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ গুলির মধ্যে অন্যতম গ্লিনারিজ। দেশী বিদেশী পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ম্যালের নিকটে অবস্থিত গ্লিনারিজ । রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, পাহাড়ের কঠিন সময়ে তাঁরা পিছিয়ে থাকতে চান না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, আপাতত ২০ বেডের সেফ হোম চালু করা হচ্ছে গ্লিনারিজে। বিনামূল্যেই মিলবে চিকিৎসা। প্রয়োজনে সর্বোচ্চ ৫০ বেডের ব্যবস্থা করা সম্ভব হবে বলে জানা গেছে। সবরকমের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।