রাজ্য

বনধের সকালে ক্রিকেট খেলার আমেজে বিধায়ক অশোক ভট্টাচার্য

কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠনগুলি।

 

Bengal Live শিলিগুড়িঃ বনধের সকালে স্ট্রিট ক্রিকেটে মাতলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। মঙ্গলবার সকালে বনধের সমর্থনে পথে নামার মাঝেই ব্যাট বল হাতে শিলিগুড়ির হিলকার্ট রোডে দেখা গেল বিধায়ক তথা শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক অশোক ভট্টাচার্যকে৷ তাঁকে দেখে ক্রিকেট খেলা শুরু করেন দলের অন্যান্য কর্মী সমর্থকরাও৷

মঙ্গলবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। কৃষি আইন বাতিলের দাবিতে এদিন কৃষক সংগঠনের বনধকে সমর্থন জানিয়েছেন বাম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও। এদিকে এদিনই আবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপিও। সোমবারের উত্তরকন্যা অভিযানে গিয়ে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে এদিন উত্তরবঙ্গে বনধের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Related News

Back to top button