সৌরভকে রাজনীতিতে আসতে ‘না’ রাজনীতিরই বড় মাপের নেতার, কী করবেন মহারাজ ?

অন্য জগতের কোনও আইকনিক ব্যক্তি রাজনীতির ময়দানে নামতে চলেছেন শুনলেই ভ্রু কুঁচকানো শুরু করেন একটা বড় অংশের মানুষ। সৌরভ গাঙ্গুলীর ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটছে ? নাকি রাজনীতির ময়দানে প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে দেখে তাঁর ভক্তরা বলে উঠবেন, “তুমি মহারাজ, সাধু হলে আজ”।

 

 

Bengal Live ডেস্কঃ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবথেকে বড় প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী কি এবার রাজনীতির ময়দানে নামবেন? এই বিষয়ে এখনও পর্যন্ত মহারাজ বা তাঁর পরিবার কোনও মন্তব্য না করলেও রাজনৈতিক মহল ও সংবাদ মাধ্যমে কিন্তু জোড় চর্চার বিষয় এটিই। অনেকেই মনে করছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সৌরভ গাঙ্গুলীকে সামনে রেখেই লড়তে চলেছে বিজেপি। তিনি নিজে ভোটে লড়াই না করলেও বিজেপির হয়ে প্রচার করতে দেখা যেতে পারে তাঁকে৷ তবে এর সবটাই এখনও জল্পনা। এই জল্পনা আরও কিছুটা বাড়িয়েছে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা৷ রাজ্যপালের সাথে দেখা করা ও দিল্লিতে একই মঞ্চে অমিত শাহ ও সৌরভ গাঙ্গুলীকে দেখতে পাওয়ার পর থেকেই গুঞ্জনের মাত্রা বেড়েছে বাংলার রাজনৈতিক মহলে। যদিও এই দুটি ঘটনার সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি সৌরভ গাঙ্গুলীর ঘনিষ্ঠ মহলের। তাঁদের ব্যাখ্যা, বোর্ড সভাপতি হওয়ার কারণেই দিল্লির মঞ্চে আমন্ত্রিত ছিলেন তিনি। অন্যদিকে রাজ্যপালের সাথে সাক্ষাৎও নাকি ছিল সৌজন্যমূলক। কিন্তু তাতে রাজনৈতিক মহলের গুঞ্জন থামানো যায়নি।

এমনই এক পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলীর কলকাতার বাড়িতে গিয়ে রাজনীতিতে যোগ না দেওয়ার পরামর্শ দিলেন তাঁরই এক ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। বুধবার সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। সৌরভ গাঙ্গুলীর সাথে অশোক ভট্টাচার্যের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক আপামর বাঙালির কাছে সুবিদিত। শিলিগুড়িতে এলে সৌরভ গাঙ্গুলী যেমন অশোক ভট্টাচার্যের সাথে দেখা করেন, তেমনই অশোক বাবুও কলকাতায় গেলে মহারাজের সাথে দেখা করেন। সম্প্রতি অশোক ভট্টাচার্যের একটি বই প্রকাশও করেন সৌরভ গাঙ্গুলী।

প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য জানিয়েছেন, বুধবার সৌরভ গাঙ্গুলীর কলকাতার বাড়িতে গিয়েছিলেন তিনি। ডোনা গাঙ্গুলী ও সৌরভ গাঙ্গুলীর সাথে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁর। শিলিগুড়ির ক্রিকেট নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ পাশাপাশি রাজনীতিতে সৌরভ যেন না আসেন সেই ব্যাপারে তাঁকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েয়েছেন অশোক ভট্টাচার্য। অশোকবাবু বলেন, ক্রিকেট ওঁকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে। দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে।

 

Exit mobile version