করোনা বিধিনিষেধের সময়সীমা বাড়লো রাজ্যে
করোনা সংক্রমণ কিছুটা কমলেও চোখ রাঙাচ্ছে ডেল্টা ও ইউকে ভারিয়েন্ট৷ তাই এখনই বিধিনিষেধে শিথিলতা আনতে চাইছে না রাজ্য।
Bengal Live ডেস্কঃ ফের বাড়ল বিধিনিষেধের সময়সীমা। ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্য করোনা বিধিনিষেধের সময়সীমা বাড়ালো রাজ্য। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে এই ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে । রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ওই সময়কালে শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়। এদিকে এবারও লোকাল ট্রেন চলাচলে ছাড় দেওয়া হয়নি।
এদিকে আসন সংখ্যার ৫০ শতাংশ মানুষ নিয়ে সরকারি অনুষ্ঠান আয়োজনে ছাড় দেওয়া হয়েছে এদিনের নির্দিশিকায়। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এই ক্ষেত্রে। এছাড়া সামাজিক দূরত্ববিধি সহ অন্যান্য করোনা বিধি মানা বাধ্যতামূলক করা হয়েছে।
ফরাঁসি যুদ্ধবিমান রাফাল পৌঁছল উত্তরবঙ্গে
তবে গত ১৬ জুলাই যেই বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা জারি থাকছে এবারও। স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকবে৷ এছাড়াও দোকানপাট, বাজার খোলার ক্ষেত্রে যেই সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছিল তা বহাল থাকছে ১৫ অগাস্ট পর্যন্ত। বন্ধই থাকছে সিনেমা হল,স্পা।