মাস্ক ছাড়া রাস্তায়, আটক ২৪
উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি জটিল হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমেই। এই পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
Bengal Live কোচবিহারঃ মাস্ক ছাড়া অকারণে ঘোরাফেরা করায় দিনহাটা থানার পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করল। গতরাতে পুলিশ দিনহাটা শহরে অভিযানে নামে। দিনহাটা পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ৷ করোনা পরিস্থিতির মধ্যে মাস্ক ছাড়া নিয়ম ভেঙে ঘুরে বেড়াতে দেখলে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে তা আগেই সতর্ক করেছিল প্রশাসন। তবে এরপরেও দিনহাটা শহর এলাকায় নিয়ম ভেঙে মাস্ক ছাড়া যাদের শহর এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট চালু হতে চলেছে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজে৷ করোনা রোগীদের চিকিতসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে এই অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট চালু হলে সুবিধা হবে৷ মেডিকেল কলেজের মাতৃমা বিভাগ সহ অন্যান্য বিভাগেও অক্সিজেন সরবরাহ হবে। পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ হবে বিভিন্ন বিভাগে। জানা গেছে কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিক্যাল কলেজের কারমাইকেল ওয়ার্ডকে কোভিড পজিটিভ আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এই নব্বই বেডের ওয়ার্ডে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য এই ব্যবস্থা করা হয়েছে৷
তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ২০০ বেডের ব্যবস্থা করা হয়েছে৷ কোচবিহারে এখনও পর্যন্ত ২৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। জেলাতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৭ জন। এরমধ্যে কোচবিহার সদর এলাকাতে ৬২ জন। দিনহাটায় ১৯ জন। তুফানগঞ্জে ১৪ জন। মাথাভাঙ্গায় ১৩ জন। মেখলিগঞ্জে ৯ জন করোনা আক্রান্ত৷