রাজ্য

দেশে ফিরলেন করোনা আতঙ্কে জাপানে আটকে থাকা উত্তর দিনাজপুরের বিনয়

প্রায় মাসখানেক সময় ধরে জাপানের সমুদ্র উপকূলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সাথে আটকে থাকার পর বুধবার দেশে ফিরলেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বিনয় সরকার।

Bengal Live রায়গঞ্জঃ অবশেষে দেশে ফিরলেন ৫ ফেব্রুয়ারি থেকে জাপানের উপকূলে আটকে থাকা ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজের ক্রু মেম্বার উত্তর দিনাজপুর জেলার বিনয় সরকার। দিল্লিতে ফিরেই ভিডিও বার্তায় বিনয় বলেন, আমাদের উদ্ধার করে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই৷ দীর্ঘ আতঙ্কের পর সুস্থ ভাবে দেশে ফিরে আসতে পেরে খুব আনন্দিত। পরিবারের সাথে কথা হয়েছে। তাঁরাও খুশি। আগামী ১৪ দিন দিল্লিতে সেনা ছাউনিতেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন বিনয়।

প্রায় মাসখানেক ধরে জাপানের সমুদ্র উপকূলে করোনা ভাইরাসে আক্রান্তদের সাথে দিন কাটাতে হয়েছিল ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজের ক্রু মেম্বার বিনয়দের। ট্যুইটারে একাধিকবার এই কথা জানিয়ে জাহাজে আটকে থাকা ভারতীয় ক্রু মেম্বারদের উদ্ধারের আর্জি জানান বিনয়রা। সেই পোস্ট দেখার পরেই ভারতীয় বিদেশ মন্ত্রক বিনয়দের উদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করে। বুধবার বিশেষ বিমানে জাপান থেকে চাকুলিয়ার বাসিন্দা বিনয় সরকার সহ মোট ১২২ জনকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। দিল্লিতে সেনা ছাউনিতে আগামী ১৪ দিন বিনয়দের রাখা হবে বলা জানা গেছে।

Related News

Back to top button