বাড়ছে করোনা সংক্রমণ, এক সপ্তাহের জন্য বাজার বন্ধের নির্দেশিকা

গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে করোনা সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে দার্জিলিঙ। দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি, তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার।

নাইট কারফিউ সফল করতে মালদা শহরে পুলিশি অভিযান

Bengal Live শিলিগুড়িঃ রাজ্য জুড়ে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও উত্তরবঙ্গের মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে দার্জিলিঙ। তাই পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। এক সপ্তাহের জন্য ফুলেশ্বরী বাজার বন্ধের নির্দেশিকা জারি করল প্রশাসন। শিলিগুড়ি পুর কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রয়েছে ফুলেশ্বরী বাজার। এদিকে ওই ওয়ার্ডেই করোনার প্রকোপ বাড়ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আর সেই কারণেই সাত দিনের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিঙ-এর জেলা শাসক পুন্নমবালাম৷

এদিকে করোনা মোকাবিলায় শহরের প্রত্যেকটি বাজার সপ্তাহে একদিন করে বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন কর্পোরেশনের প্রশাসক গৌতম দেব। স্থানীয় বাজার কমিটির সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দেবেন রায়ের মূর্তি নির্মাণ নিয়ে গড়িমসি, ক্ষোভ বালিয়ায়

প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় দার্জিলিঙ জেলার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ জন। উত্তরবঙ্গের মধ্যে সংক্রমণের নিরিখে এই মুহূর্তে শীর্ষ স্থানে রয়েছে দার্জিলিঙ। দ্বিতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। কোচবিহার রয়েছে তৃতীয় স্থানে৷

Exit mobile version