রাজ্য

পরাজিত রবীন্দ্রনাথ ঘোষ, ৫৭ ভোটে পরাজিত উদয়ন গুহ

কোচবিহারের দুই হেভিওয়েট প্রার্থী পরাজিত। নয় আসনের মধ্যে সাতটিতে জয়ী বিজেপি। দুই আসনে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস।

 

Bengal Live কোচবিহারঃ কোচবিহারে পরাজিত উত্তরের রাজনীতির দুই হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরাজিত রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয় লাভ করলেন মিহির গোস্বামী। ২৩৪৪০ ভোটে রবীন্দ্রনাথ ঘোষকে পরাজিত করলেন মিহির গোস্বামী। এদিকে মাত্র ৫৭ ভোটে পরাজিত হলেন উদয়ন গুহ। উত্তরবঙ্গের অন্যতম হেভিওয়েট এই নেতাকে পরাজিত করলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

ট্রেন্ড অনুযায়ী রাজ্য ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। ১০০ আসনের গন্ডি পেরোতে পারেনি বিজেপি। যদিও উত্তরবঙ্গে বিজেপির ফলাফল নজরকাড়া। দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ সবকটি জেলাতেই ভালো ফল করেছে বিজেপি।

কোচবিহারে ৯ আসনের মধ্যে ৭টি আসনে জয় লাভ করেছে বিজেপি। ২টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।
মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী জয় পেয়েছেন ১৪৬৮৫ ভোটে। মাথাভাঙ্গা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুশীল বর্মন জয় পেয়েছেন ২৬১৩৩ ভোটে। কোচবিহার উত্তর কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপি, সুকুমার রায়।

কোচবিহার দক্ষিণ কেন্দ্রেও জয় পেয়েছে বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে। এদিকে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মন ১৭৮১৫ ভোটে জয়ী হয়েছেন। ১০১২৭ ভোটে জয়ী হয়েছেন সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। দিনহাটায় বিজেপি নিশীথ প্রামানিক জয় লাভ করেছেন মাত্র ৫৭ ভোটে। নাটাবাড়িতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মিহির গোস্বামী । তুফানগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মালতী রাভা।

Related News

Back to top button