লাগাতার বৃষ্টি, ফের ধস পাহাড়ে
বিগত কয়েকদিনে ১০ নম্বর জাতীয় সড়কে একাধিকবার ধস নেমেছে। বারংবার বিচ্ছিন্ন হয়েছে বাংলা সিকিম যোগাযোগ।
Bengal Live শিলিগুড়িঃ লাগাতার বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ে। বন্ধ বাংলা-সিকিম যোগাযোগ ব্যবস্থা। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার সকালে সেবক ও কালিঝোরার মাঝে হাতিশুঁড়ের কাছে ধস নামে বলে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে৷
বিগত কিছুদিন থেকেই উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত৷ লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক জায়গায় ধস নামছে। বিগত কয়েকদিনে ২৯ মাইলের কাছে দশ নম্বর জাতীয় সড়কে, সেবক রংপো রেল প্রকল্পে, ধস নেমেছে। এদিনও ফের একবার ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে।
অভাবের তাড়না, বাঁ হাতি ফাস্ট বোলার মিঠুন এখন রঙের মিস্ত্রি
এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙ, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস।