রাজ্য

তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র

কংগ্রেসে ভাঙন ধরিয়ে তৃণমূলে  ওমপ্রকাশ মিশ্র

Bengal Live ওয়েব ডেস্কঃ টিভির পর্দায় দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটিয়ে অবশেষে তৃণমূলেই যোগ দিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান তথা কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র।

ওমপ্রকাশবাবু টেলিভিশনের বিভিন্ন টক শোয়ের বিতর্কে অংশ নিয়েই বাংলার রাজনীতিতে কট্টর তৃণমূল বিরোধী মুখ হয়ে উঠেছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে  বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন এই অধ্যাপক। যদিও তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের কাছে পরাজিত হন তিনি।

নির্বেদ রায়ের পর বুদ্ধিজীবী মহলের এই নেতাও  কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এই বাংলায় রাহুল গান্ধীর হাত আরও দুর্বল হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এবারের লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট সহ বিভিন্ন ইস্যুতে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হওয়ায় দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। গত জুলাই মাসেই তিনি কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন। অবশেষে বিজেপি বিরোধীতার যুক্তি সামনে রেখে যোগ দিলেন তৃণমূলে।

Related News

Back to top button