মালদায় বাম-কংগ্রেসের আইন অমান্যকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল।
Bengal Live মালদাঃ কৃষি আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে আইন অমান্য আন্দোলন করলো বামফ্রন্ট ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। সোমবার দুপুরে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনের কর্মী সমর্থকরা জেলা প্রশাসনিক ভবনের দিকে এগোতে থাকে। মিছিলে অংশ নেন, সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, শ্রমিক নেতা কৌশিক মিশ্র, কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ, সিপিএম নেতা বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
সারা শহর পরিক্রমা করে মিছিল মালদা প্রশাসনিক ভবনের দিকে এগোলে, বিক্ষোভকারীদের আটকাতে মালদা শহরের ফোয়ারা মোড়ে তিনটি ব্যারিকেড দেওয়া হয়। বিক্ষোভকারীরা দুটি ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসনিক ভবনের দিকে এগোতে থাকে। তৃতীয় ব্যারিকেডে বিশাল পুলিশবাহিনী বিক্ষোভকারীদের বাধা দেয়। দীর্ঘক্ষন ধস্তাধস্তির পরে বিক্ষোভকারীদের আটক করে ইংরেজবাজার থানার পুলিশ।