এবার থেকে মোবাইল ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আর থানায় ছুটতে হবে না নাগরিকদের। এক মেসেজেই অভিযোগ জানানো যাবে পুলিশের কাছে৷
Bengal Live বালুরঘাটঃ এবার থেকে মোবাইল ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আর থানায় ছুটতে হবে না নাগরিকদের। এক মেসেজেই অভিযোগ জানানো যাবে পুলিশের কাছে৷ বালুরঘাট জেলা পুলিশের অভিনব উদ্যোগের সূচনা হলো মঙ্গলবার থেকে। জেলা পুলিশ সুপার রাহুল দে এদিন সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে একটি হেল্পলাইন নম্বর চালু করেন৷
পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে এখন থেকে থানায় এসে অভিযোগ জানানোর আর প্রয়োজন নেই। তবে কেউ আসতে চাইলে আসতেই পারেন। নতুবা 8509454673 হেল্পলাইন নম্বরে নির্দিষ্ট তথ্য হোয়াটসঅ্যাপ করলেই অভিযোগ গ্রহণ করা হবে। এরপর পুলিশ সেই মোতাবেক কাজ শুরু করবে। মূলত সাধারণ মানুষের হয়রানি কমাতে ও কাজের গতি আনতেই এই উদ্যোগ বলে জানা গেছে।