রাজ্যপালের সাথে মন্ত্রীদের আচরণ পদ্ধতি শেখানো উচিৎ মুখ্যমন্ত্রীর — কৈলাস বিজয়বর্গী

রাজ্যপালের সাথে কেমন আচরণ করবেন মন্ত্রীরা তা তাঁর মন্ত্রীদের শেখানো উচিৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাত ইস্যুতে আজ রায়গঞ্জে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী।
Bengal live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে রাজ্যপালের সাথে রাজ্যের সংঘাত নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী। রাজ্যপালের সাথে কেমন ব্যবহার করতে হয় তা মুখ্যমন্ত্রীর বোঝানো উচিৎ তাঁর মন্ত্রী সভার সদস্যদের। রাজ্যপালকে একটি রাজ্যের অধিনায়ক বলেও এদিন মন্তব্য করেন বিজেপি নেতা।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তাপ চড়ছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের লিড ধরে রাখতে মরিয়া প্রয়াস চালাচ্ছে উত্তর দিনাজপুর বিজেপি। সেই কারণে একের পর এক কেন্দ্র ও রাজ্যের হেভিওয়েট দলীয় নেতৃত্বকে এনে জোড় প্রচার শুরু করেছে বিজেপি।
ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মহিলা মোর্চার সভাপতি লকেট চ্যাটার্জি, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচার করে গিয়েছেন। নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্নে এদিন কালিয়াগঞ্জ যান বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী।
কালিয়াগঞ্জে প্রচারে যাওয়ার আগে এদিন রায়গঞ্জে সাংবাদিক বৈঠকে যোগ দেন কৈলাশ বিজয়বর্গী। উপনির্বাচনে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বলে এদিন জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যপালের সাথে রাজ্যের সংঘাত নিয়েও মুখ খোলেন তিনি। কৈলাশ বিজয়বর্গী বলেন, যেভাবে রাজ্যপালের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা মন্তব্য করছেন তাতে রাজ্যপালের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। রাজ্যপালের সাথে কেমন ব্যবহার করা উচিৎ তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝানো উচিৎ তাঁর মন্ত্রী সভার সদস্যদের।