রাজ্য

উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী

করোনা আবহের মাঝেই মুখ্যমন্ত্রীর প্রথম জেলা সফর। কথা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গে আসবেন তিনি৷ প্রত্যাশা মতোই এদিন শিলিগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী।

Bengal Live শিলিগুড়িঃ লকডাউনের পর প্রথম উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহের মাঝেই উত্তরের পাঁচ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক সারতে সোমবার শিলিগুড়িতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বাগডোগরা বিমান বন্দরে নেমে সোজা উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী৷ আগামী কয়েকদিন উত্তরকন্যাতে থেকেই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিঙ ও কালিম্পং-এর জেলা প্রশাসনকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

মুখ্যমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর

প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথমবার সফরসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। কথা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গে আসবেন তিনি৷ প্রত্যাশা মতনই এদিন শিলিগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। জানা গেছে, ২৯ তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা প্রশাসনকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ৩০ তারিখ দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের জেলা প্রশাসনকে সাথে নিয়ে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ১লা অক্টোবর মুখ্যমন্ত্রী ফিরে যাবেন কলকাতা।

মুখ্যমন্ত্রীর সফরে নজর দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধিতে। উত্তরকন্যা চত্বর গত কয়েকদিন ধরেই স্যানিটাইজ করার কাজ চলছে। প্রশাসনিক বৈঠকে যারা উপস্থিত হবেন তাঁদেরকেও স্যানিটাইজ টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। বৈঠকেও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে।

বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়ক, দুর্ঘটনায় প্রাণ গেল পেপার বিক্রেতার

সোমবার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুইপাশে প্রচুর সাধারণ মানুষের সমাগম হয়েছিল এদিন। নৌকাঘাট মোড়ে ঢাক বাজিয়ে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে। স্বাগত জানান তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীরা। পাশাপাশি কাওয়াখালি, উত্তরকন্যার সামনেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় তৃণমূলের তরফে।

Related News

Back to top button