নাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গে। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরে আসছেন মুখ্যমন্ত্রী।
Bengal Live ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী রবিবার কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি পাহাড়েও যাবেন তিনি। মূলত বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর সফর বলে জানা গেছে।
লাগাতার বৃষ্টিতে এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থা উত্তরের একাধিক জেলার৷ জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা সহ একাধিক নদীতে৷ ধস নেমেছে পাহাড়ের বহু জায়গায়। এই পরিস্থিতিতে অনেক পর্যটকই আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। রাস্তা বন্ধ থাকার কারণে ফিরতে পারছেন না অনেকেই। এদিকে পর্যটকদের সমস্যার কথা মাথায় রেখে বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।
জানা গেছে, ২৪ অক্টোবর উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী৷ উত্তরকন্যায় থাকবেন তিনি। ২৫ অক্টোবর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর ২৬ ও ২৭ তারিখে কার্শিয়াং-এ যাওয়ার কথা রয়েছে তাঁর৷ ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে।