জেলায় জেলায় শুরু তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। চাঁচোলে পথ অবরোধে সামিল বিধায়কও।
Bengal Live মালদা, রায়গঞ্জঃ নারদ কান্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার প্রতিবাদে পথ অবরোধ মালদায়। চাঁচোলের নেতাজী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল দলীয় কর্মীরা। বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন চাঁচোলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। এদিকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে থানার সামনে বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব।
সোমবার সকালেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। নারদ কান্ডে রাজ্যপালের অনুমতির পরেই এদিন সিবিআই গ্রেপ্তার করে রাজ্যের দুই মন্ত্রী, বিধায়ককে। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের রাজনীতি। নিজাম প্যালেসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সিবিআই দপ্তরের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা।
এবার নিজাম প্যালেসের সামনের ক্ষোভই আছড়ে পড়ল জেলায় জেলায়। এদিন চাঁচোলে দলীয় কর্মীদের সাথে নিয়ে পথ অবরোধ শুরু করেন বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। তাঁর অভিযোগ, একই অভিযোগ বিজেপির দুই বিধায়কের বিরুদ্ধে থাকলেও তাঁদের গ্রেপ্তার করা হলো না। অগণতান্ত্রিক ভাবে আমাদের নেতৃত্বকে গ্রেপ্তার করা হলো। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।