দুষ্কৃতীর গুলিতে সাতসকালে মৃত্যু হলো এক যুবকের। তীব্র চাঞ্চল্য এলাকায়৷ বিক্ষোভে উত্তাল কোচবিহার।
Bengal Live কোচবিহারঃ দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হলো ব্যবসায়ীর৷ সাতসকালে খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য কোচবিহার শহরের ৪ নম্বর ওয়ার্ডে। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। গাছ ফেলে পথ অবরোধে সামিল বাসিন্দারা৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানেগ্যাসের সেল ফাটিয়েছে।
জলখাবারে বাড়ীতেই তৈরী করুন সুস্বাদু ডালপুরি, জানুন রন্ধনপ্রণালী।
জানা গেছে, চার নম্বর ওয়ার্ডের কামেশ্বরী রোডের শান্তিনগর এলাকার বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ সাহা এদিন সকালে দোকান খুলতে যাচ্ছিলেন। সেই সময় দুই দুষ্কৃতী মোটর বাইকে এসে প্রাণতোষকে গুলি করে চম্পট দেয়৷ বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এলে প্রাণতোষকে রাস্তায় পরে থাকতে দেখেন৷ এরপরেই কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩২ বছরের যুবককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
কোন দেশ সহজেই দেবে নাগরিকত্বের অনুমোদন? জানুন বিশদে।
এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ রাস্তায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বিক্ষোভ সামাল দিতে পুলিশ কাঁদানেগ্যাসের সেল ফাটিয়েছে।