কোভিড ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু ব্যবসায়ীর, চাঞ্চল্য জলপাইগুড়িতে
ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ব্যবসায়ীর মৃত্যু। চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ব্যবসায়ীদের মধ্যে।
Bengal Live জলপাইগুড়িঃ কোভিড টিকা নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণ দত্ত (৬৪)। তিনি ধূপগুড়ি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা। এদিন সকালে মৃতের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে।
মৃতের পরিবার সূত্রে খবর, ওই ব্যবসায়ী সোমবার দুপুরে ধূপগুড়ি হাসপাতালে ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে বিকেলে দোকানে গিয়ে কয়েকবার বমি করেন। শারীরিক অসুবিধা নিয়ে বাড়ি ফিরে বিশ্রাম নেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়েও পড়েন। ভোরবেলায় তাঁর ফের অসুস্থতা এবং শ্বাসকষ্ট শুরু হয়। প্রাথমিক শুশ্রুষার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মৃতের পরিবারের তরফে অভিযোগ জানানো হয় থানায়৷
এদিন মৃত ব্যবসায়ীর ভাইপো গোবিন্দ দত্ত বলেন, ‘কাকুর ব্লাড প্রেসারের সমস্যা ছিল। তবে সেটা একেবারেই নিয়ন্ত্রণে ছিল। এর বাইরে তাঁর কোনদিনই শ্বাসকষ্ট বা অন্য কোনও বড় শারীরিক সমস্যা ছিল না। এই কারণে আমাদের সন্দেহ ভ্যাকসিন নিয়েই তাঁর এই পরিণতি হল। এর সঠিক তদন্তের দাবিতেই অভিযোগ জানিয়েছি৷’
এদিকে, ধূপগুড়ি থানা সূত্রে খবর, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এদিন সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্যে জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।